Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সিরাজগঞ্জ মেডিকেল এ্যসিস্টেন্ট ট্রেনিং স্কুল, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, যমুনা বিধৌত সিরাজগঞ্জ জেলা সদরের প্রানকেন্দ্র শহীদ মনিরুজ্জামান তাঁরা সড়ক, স্টেডিয়াম রোডে অবস্থিত। ম্যাটস, সিরাজগঞ্জের প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশ অত্যনাত মনোরম। সবুজ গাছপালা বেষ্টিত অত্র প্রতিষ্ঠানটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের প্রথম অধ্যকএষর নাম-ডাঃ রায়হান উদ্দিন চৌধুরী এবং বর্তমান অধ্যক্ষের নাম-ডাঃ আকিকুন নাহার। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ১৩ জন শিক্ষক এবং ১৪ জন কর্মকর্তা-কর্মচারী আছেন।


প্রতিষ্ঠানটির আসন সংখ্যা ১০২ জন। বর্তমানে সর্বমোট চারশতাধিক ছাত্র-ছাত্রী অত্র প্রতিষ্ঠানে অধ্যায়ণ করছেন। পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের কৃতকার্যতার হার সন্তোষজনক। অত্র প্রতিষ্ঠানে সাহিত্য, সাংস্কৃতিক ক্রীড়া কার্যক্রম প্রশংসনীয়। প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করা হয়। ম্যাট্স, সিরাজগঞ্জ থেকে পাস করা ছাত্র-ছাত্রীগণ চিকিৎসা সহকারী হিসাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক অবদান রাখছে এবং আর্তমানবতার সেবা করছে।

প্রতিষ্ঠানটির ওয়েব সাইট- www.mats.sirajganj.gov.bd ইমেইল-  smats@ac.dghs.gov.bd   ফোন ও ফ্যাক্স- 02588830182